পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আশি ঊর্ধ্ব বৃদ্ধা ফজিলা বেগম শরীরে জ¦ালাপোড়া ও পেটের ব্যথাসহ নানা রোগে ভোগছিলেন। শুক্রবার রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়েন। এর কিছু সময় পর পুত্রবধূ শ্বাশুড়ির ঘরের দরজা খোলা দেখে স্বামীকে জানান। পরে বাড়ির সবাই খোঁজাখুঁজি করে আঙিনার পাশে থাকা লিচু গাছের ডালে ফজিলার মরদেহ ঝুলে থাকতে দেখেন। বৃদ্ধা ফজিলার স্বামী শতবর্ষী হাবিল উদ্দিনও দীর্ঘ সময় ধরে স্ট্রোকে আক্রান্ত হয়ে অচেতন অবস্থায় শয্যাশায়ী রয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে করেছেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন আজ ২৮ সেপ্টেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন আজ সকালে তার পরিবার ডিসি অফিসে আবেদন করতে গিয়েছেন লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য আবেদন মনজুর হলে থানা থেকে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে
ReplyReply allForward
|