শেরপুরের নতুন পুলিশ হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপার কাজী আশরাফুল আজীম (বিপি ৭৫০৫১১৬৪৮৯)। আজ ২৭ মে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ঢাকা পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে শেরপুরে যোগদান করবেন। কাজী আশরাফুল আজীম ২০০৫ সালের ২ জুলাই বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
এর আগে গত ০৮ নভেম্বর’১৭ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে শেরপুরের পুলিশ সুপার মো: রফিকুল হাসান গণিকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রদান করা হয়। তিনি এখন অতিরিক্ত ডিআইজি পদে র্যাবে যোগদান করছেন।