৩য় ধাপে অনুষ্ঠেয় শেরপুরের নালিতাবাড়ীর ১২ ও নকলা উপজেলার ৯টিসহ ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সকাল ৮টা থেকে শুরু হয়েছে।
নির্বাচনে নকলায় ৯টি ইউনিয়নে ৮২টি ভোট কেন্দ্রে ১ লাখ ৩৮ হাজার ৯৫০ জন, নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে ১১১ কেন্দ্রে ১ লাখ ৯৫ হাজার ৫২০ জন ভোটার ভোট প্রদান করবেন।
এর মধ্যে নালিতাবাড়ীর নন্নী ইউনিয়নে আওয়ামীলীগের বেলায়েত হোসেন চৌধুরী ও রামচন্দ্রকোড়া মন্ডলিয়া পাড়া ইউনিয়নে আওয়ামীলীগের আমান উল্লাহ বাদশা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় ১৯ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট লড়ছেন ৬৬জন।
এর মধ্যে আওয়ামীলীগের মনোনীত ২জন নারীসহ ১৯ জন চেয়ারম্যান প্রার্থী, বাকীদের মধ্যে আওয়ামীলীগের বিদ্রোহী ৪২ জন বাকী ৫ জন বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। ২১ ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ২২৩ ও সাধারণ সদস্য পদে ৬৩০ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার বলেন, নির্বাচন সুষ্ঠ ও অবাধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করছেন।