শেরপুরে অবস্থিত দোকানের নামফলক বাংলায় লেখার দাবী জানিয়েছেন সামাজিক আন্দোলন শেরপুরের আহবায়ক ও শেরপুর ডায়াবেটিকস সমিতির সভাপতি,বিশিষ্ট সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া।
তিনি আজ ২১ ফেব্ররুয়ারী সকাল ১০ টার দিকে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের টাইম লাইনে জেলা প্রশাসক,জেলা পরিষদ,পৌর মেয়র,পুলিশ সুপারকে দৃষ্টি আর্কষন করে একটি স্টেটাস দিয়ে এ দাবী জানান।
এছাড়াও তিনি তার স্টেটাসে অফিস আদালতের যাবতিয় কার্যক্রমে নির্ভূল বাংলা লেখার অভ্যাস করার অনুরোধ করেন এবং লেখার শেষ প্রান্তে শেরপুরবাসীর পক্ষে তার এ আবেদন আমলে নেয়ার জন্য বিনীত অনুরোধ রাখেন।