শেরপুর সদর উপজেলার বলায়ের ইউনিয়নের জঙ্গলদী দশানী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। ব্যবসায়ীদের ধারণা, প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার দিবাগত রাত ২ টার দিকে দশানী বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ঝর্ণাএকাডেমির সহকারী শিক্ষিক মেহেদী হাসান জানান, সদর উপজেলার বলায়েরচর ইউনিয়নের জঙ্গলদী দশানী বাজারে মধ্যরাতে ৩/৪ টি দোকানে ভয়াবহ আগুন দেখতে পায়। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে এবং শেরপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয়দের সহায়তায় আধ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানের মালিক হাসান ও হামিদুর মিয়া জানান, আমরা এই দোকান দিয়ে সংসার চালাতাম। এখন আমাদের দোকান পুড়ে যাওয়ায় আমরা সর্বস্ব হারিয়েছি।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার সুবল দেবনাথ শেরপুর টাইমস ডট কমকে বলেন, আমরা রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। একটি দোকানে তুলার গোডাউন থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।