শেরপুর শহরের তেরাবাজারের রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ইউজিআইআইপি-৩ প্রকল্পের আওতায় নগর উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এই রাস্তার কাজের উদ্বোধন করা হয় ।
এই প্রকল্পে ঢালাই রাস্তা ও ড্রেনেজ নির্মাণ খাতে ব্যয় হবে প্রায় ৩৯ লাখ টাকা। আজ সোমবার সকালে পৌরমেয়র মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ওই নির্মাণ কাজের উদ্বোধন করেন।
ওই সময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোঃ রেজাউল করিম, কাউন্সিলর হাবিবুর রহমান, সহকারী প্রকৌশলী খোরশেদ আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।