শেরপুরের নালিতাবাড়ী, নকলা ও শ্রীবরদী এই তিন উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে রাজধানী ঢাকায় ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা ও জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এক সভায় এই তিনটি উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়। এতে ১২ নভেম্বর শ্রীবরদী, ১৫ নভেম্বর নকলা ও ১৭ নভেম্বর নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বিষয়টি মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে নিশ্চিত করছেন ঢাকায় অবস্থারত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল।
সুত্রে জানা গেছে, আগামী ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের এবং ৩ ডিসেম্বর শেরপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষিত হয়েছে পূর্বেই। এ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ের সম্মেলন এ মাসেই শেষ করার লক্ষ্যে মঙ্গলবার সকাল ১০ টায় রাজধানী ঢাকার মগবাজারস্থ দলের প্রেসডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর রমনা এপার্টমেন্টের বাসায় ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় বেগম মতিয়া চৌধুরীসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং এবং জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক ও সাধারণ সম্পাদক এেেডভাকেট চন্দন কুমার পাল উপস্থিত ছিলেন। সভায় জেলার অবশিষ্ট ৩ উপজেলার সম্মেলনের তারিখ নির্ধারণের পাশাপাশি ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের ঝুলে থাকা কমিটির বিষয়ে আলোচনা এবং উপজেলা পর্যায়ের সম্মেলন শান্তিপূর্ণভাবে শেষ করে জেলা সম্মেলনের প্রস্তুতি গ্রহণ ও তা সফল করতে গুরুত্বারোপ করা হয়।
এদিকে, দীর্ঘদিন পর বহুল প্রতীক্ষিত আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষনা হওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।