পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত জেলার তিনটি উপজেলা ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের দুটিতে বিজয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী এবং অপরটিতে আ’লীগ প্রার্থী বিজয়ী হয়েছে বলে সংশিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এতে ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এ এস এম আব্দুল্লাহ হেল ওয়ারেজ নাঈম ( নৌকা প্রতিক) ৩০ হাজার ৩শ ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী ফারুক আহাম্মেদ ( মটরসাইকেল প্রতিক) পেয়েছেন ১০ হাজার ৮শ ২ ভোট।
অন্যদিকে শ্রীবরদী উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এডিএম শহিদুল ইসলাম (মটর সাইকেল প্রতিক) নিয়ে ৩৩ হাজার ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী অপর স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম জুয়েল পেয়েছেন ২০ হাজার ৪শ ৭১ ভোট তবে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আশরাফ হোসেন খোকা পেয়েছেন ৮ হাজার ১শ ৪ ভোট এবং জাতীয় পার্টি(এরশাদ) মনোনিত প্রার্থী ইকবাল আহসান (লাঙ্গল প্রতিক) পেয়েছেন ১১ হাজার ৬শ ২৭ ভোট।
এদিকে নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মুকছেদুর রহমান লেবু (মটরসাইকেল প্রতিক) নিয়ে ৪৬ হাজার ৪শ ৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বদ্ধী আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হাজী মোশারফ হোসেন ( নৌকা প্রতিক) নিয়ে পেয়েছেন ২৮ হাজার ৩৯ ভোট ।