পঞ্চম উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে শেরপুরের তিনটি উপজেলায় দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে এখণ চলছে ভোট গণনা। আইনশৃঙ্খলা বাহিনীর কঠিন অবস্থানের কারণে নানা আশঙ্কা থাকার পরও ভোট হয়েছে শান্তিপূর্ণ।
তবে জাল ভোট দেয়ার অভিযোগে ঝিনাইগাতীর হাসলিগাও, জুলগাও চেঙগুরিয়া, নালিতাবাড়ীর মন্ডলিয়া পাড়া ও শ্রীবরদীর দহের পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ১০ জনকে আটক করা হয়। এর মধ্যে দহের পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আটক দুই জনকে ৩দিন করে কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।
একই কারণে ঝিনাইগাতীর জুলগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ সাময়িক বন্ধ হওয়ার ৪০ মিনিট পর আবার চালু হয়।