শেরপুর শহরের নিউমার্কেট মোড়ে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে এক ট্রাফিক পুলিশ এক বৃদ্ধাকে হাতে ধরে রাস্তা পার করে দিচ্ছেন। মানবিকতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করা এই কাজের এই সময়ের ছবিটি তুলে কেউ একজন ফেসবুকে আপলোড করেন। পুলিশের এমন কাজে খুশি হয়ে শেরপুরের নানা বয়সের ফেসবুক ব্যবহারকারী এই ছবিটি একাধিকবার শেয়ার করলে শেরপুর টাইমেসর নজরে আসে ছবিটি।
ট্রাফিক পুলিশের ছবিটি পেছন থেকে তোলায় সহজে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে সনাক্ত করা যাচ্ছিলো না। ওই সময়ের ডিউটিতে থাকা ট্রাফিক পুলিশের খোঁজ নেয় শেরপুর টাইমস। নিউমার্কেট মোড়ে বিকেল ৪টায় দায়িত্বে থাকা ট্রাফিক কর্মকর্তার কাছ থেকে ওই কর্মকর্তার ফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করা হয়।
ছবির ট্রাফিক পুলিশের নাম এরশাদুজ্জামান। কর্মরত আছেন বাংলাদেশ পুলিশের এটিএসআই পদে। তিনি শেরপুর টাইমসকে বলেন, “সকাল সাড়ে ১১টার দিকে এক বৃদ্ধা মা রাস্তার পার হতে চেষ্টা করছিলেন। উনি নুয়ে হাঁটছিলেন। পুরো শরীর কাঁপছিলো। এক হাতে লাঠি নিয়েও তিনি রাস্তা পার হতে পারছিলেন না। এটি আমার নজরে এলে আমি উনার ব্যাগটি হাতে নিয়ে উনাকে রাস্তা পার হতে সহযোগিতা করি।”
ফেসবুকে ছবি প্রকাশ ও এই কাজের প্রশংসার ব্যপারে তিনি বলেন, “আমরা সবসময় দায়িত্বে ব্যস্ত থাকি। চাইলেও ব্যস্ততার কারণে কাউকে সহযোগিতা করা হয়ে ওঠে না। শিশু ও বয়স্কদের ব্যপারে আমরা সবসময় সচেতন থাকি। কে বা কারা ছবিটি তুলেছে এটা আমি জানিই না। প্রশংসার জন্য না, ভালো কিছু করলে আমার জন্য দোয়া করবেন।”