শেরপুরের ঝিনাইগাতী সিমান্তে গারো পাহাড়ের গান্ধিগাওঁ এলাকায় একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার উত্তর গান্ধীগাঁও গ্রাম থেকে ওই হাতির মরদেহ উদ্ধার করে বনবিভাগ ।
বন বিভাগ সূত্র জানায় , মঙ্গলবার ভোরে স্থানীয়রা গারো পাহাড়ের রাংটিয়া-গজনী সড়কের উত্তর গান্ধীগাঁও এলাকায় খোলা মাঠে একটি বন্য হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে গজনী ফরেস্ট বিটের কর্মকর্তারা এসে হাতিটির মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক ভাবে হাতিটির মৃত্যুর কারণ জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে হাতিটির অসুস্থজনিত কারনে মৃত্যু হতে পারে । ফরেনসিক পরীক্ষার জন্য হাতিটির শরীরের বিভিন্ন অংশ সংগ্রহের পর মৃতদেহটি মাটিচাপা দেওয়া হবে বলে জানিয়েছে বনবিভাগ।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ হাতির মরদেহ উদ্ধার করার সত্যতা নিশ্চিত করেছেন।