শেরপুর সদরের চরশেরপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের শুরুতেই আগামী ২০২৩-২৪ অর্থ বছরের বজেট পেশ করেন।
বাজেটে রাজস্ব খাতে ১৮ লক্ষ ৮৫ হাজার ১শ ৮৩ টাকা আয় এবং ২ কোটি ১০ লক্ষ ৩ হাজার ৭৮ টাকা আয়সহ মোট ২ কোটি ২৮ লক্ষ ৮৬ হাজার ৬শ ১৩ টাকা আয় এবং ২ কোটি ২৮ লক্ষ ৮৬ হাজার ৬শ ১৩ টাকা ব্যয় ধরে হয়েছে।
পরে বাজেটের ওপর বক্তব্য রাখেন, আসাদুজ্জামান দুলাল, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, ইউপি সদস্য সাইফুল ইসলাম, কারিমুল ইসলাম মিন্টু, হুমায়ুন কবির, সুজন মিয়াসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বলেন, আমরা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। স্বচ্ছতার সাথে বাজেটে উল্লেখিত উন্নয়ন কাজ সম্পন্ন করবো।