শেরপুর পৌর শহরের খোয়ারপাড় শাপলা চত্বরে দৃষ্টিনন্দন ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর সোমবার রাতে ফিতা কেটে শাপলা চত্বরে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী।
উদ্বোধনের শুরুতে জেলা পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী ও জেলা পুনাক সভানেত্রী কাজী মোনালিসা মারিয়াকে জেলা ট্রাফিক পুলিশ বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাম্মদ হান্নান মিয়া, অফিসার ইনচার্জ শেরপুর সদর থানা জনাব মনসুর আহমেদ, ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জনাব রেজাউল হক, ডিআইও-১ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইনচার্জ শহর পুলিশ ফাঁড়ি জনাব মনিরুল আলম ভুঁইয়া, ট্রাফিক ইন্সপেক্টর-১ জনাব জাহাঙ্গীর আলম, ট্রাফিক ইন্সপেক্টর- আশরাফ আলী আকন্দসহ শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।