শেরপুর জেলার মির্জাপুরের কৃতি সন্তান কামরান হোসেন রাফি রাজশাহী মেডিকেল কলেজে চান্স পাওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (৬ মে) রাতে মির্জাপুর সানরাইজ ক্লাবের সম্মুখে এ সংবর্ধবনা দেওয়া হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সানরাইজ ক্লাবের উপদেষ্টা ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল হাসান খুররম।
এতে ক্লাবের উপদেষ্টা ও মির্জাপুর সরকারি প্রা. বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ্ কামাল খোকা মাষ্টার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজসেবক মো. সুলতান মাহমুদ, প্রাক্তন শিক্ষক আমিনুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মোনায়ুম, মির্জাপুর জামে মসজিদের ইমাম মো. রুমানুর রহমান, মো. মুজিবুর রহমান, নাঈম ইসলাম, স্বপন মিয়া, হারেজ উদ্দিন, সাদেকুল ইসলাম শাকিব, ইমরান হাসোন রানা, বুলবুল আহম্মেদ প্রমুখ।
ক্লাবের উপদেষ্টা মতিউর রহমান মতির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক খোরশেদ আলম, মিসকিন মিয়া, শহীদ মিয়া, মাহবুবুর রহমান, সুরুজ আলী, সেলিম মিয়া, দুলাল উদ্দিন, সিরাজুল ইসলাম, সেলিম রেজা, আতিকুর রহমান, আশিকুর রহমানসহ অত্র এলাকার মুরুব্বি ক্লাবের সদস্যবৃন্দ।
আলোচনা শেষে মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত কামরানকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন, কামরানের সফলতা কামনা করেন। মির্জাপুরের মেধাবিরাই দেশ বিদেশে অবস্থান সৃষ্টি করে এলাকার উন্নয়ন তরান্বিত করবেন। পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।