দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল শনিবার ঈদুল ফিতর উদ্যাপন করবেন দেশবাসী।
শেরপুরে সকাল ৯টায় জেলা শহরের পৌর ঈদগাহ মাঠে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা আলহাজ্বহজরত আলী। বিকল্প ইমাম হিসেবে থাকবেন হযরত মাওলানা মিজানুর রহমান। যদি নামাজের সময় বৃষ্টি হয়, তাহলে কালেক্টরেট জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে দিনটি পালনে সব ধরণের প্রস্ততি সম্পন্ন করেছে ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি।
ইসলামি ফাউন্ডেশন শেরপুর জেলার উপপরিচালক এসএম মুহাইমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।