“সূবর্ণ স্মৃতির এ মধুর আনন্দে, এসো মিলি মোরা বন্ধুত্বের প্রিয় এই প্রাঙ্গনে”এই শ্লোগানকে ধারণ করে শেরপুরে আগামী ৩মার্চ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলারএসএসসি ও এইচএসসি ১২-১৪ ব্যাচের মিলন মেলা ।
শহরের অর্কিড গার্ডেনে এ মিলন মেলা অনুষ্ঠিত হবে জানিয়েছেন । চলছে শেষ মুুহুর্তের রেজিস্ট্রেশন ,চলমান থাকবে ২৭ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত। যাতে ফি ধরা হয়েছে ৫১০ টাকা ।
শেরপুর জেলার এসএসসি ও এইচএসসি ১২-১৪ ব্যাচের বন্ধুদের এ চমৎকার মিলন মেলাতে অংশগ্রহনের অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটির বন্ধুরা।
যোগাযোগ করতে পারেন : শ্রাবণ -০১৬০১-৭৪৭৮৬৩,প্রত্যয় – ০১৭৯১-২০৪০৬০,শাহিন – ০১৭১৫-৯৯৪৬৯৫,সাগর – ০১৭৩৫-৬৬০২৪৭,রনি – ০১৩১৬-২৫৫০৫০,রিয়াদ – ০১৯৮৮-৯১০৭০২,আশরাফুল – ০১৮৮৩-১৭২২১০,পাপ্পু – ০১৯৪৫-৯৯২৫৯২ ।
# জবস প্রিপারেশন এন্ড লার্নিং অ্যাপ প্রিয় শিক্ষালয় এর সৌজনে একটি স্পন্সর প্রতিবেদন ।