নাঈম ইসলাম : ঈদে চাই-ই-চাই নতুন পোশাক। ঈদ যত ঘনিয়ে আসছে শেরপুরে ঈদ বাজার ততই জমে উঠছে। তাইতো ঈদকে সামনে রেখে সকাল থেকে রাত পর্যন্ত চলছে বিপণী বিতানগুলোতে বেচাকেনা। সব শ্রেণির আয়ের মানুষেরা রুচির সাথে সামর্থ্য বুঝে সাধ্য মত কেনাকাটা করছেন। শেরপুরে টাউন হল মার্কেট, নিউ মার্কেট, নয়ানী বাজার, খরমপুর, তেরা বাজারের মার্কেটগুলো এখন বেলা ১১ টা থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা।
তবে বেশ কিছু ঈদের বাজার ঘুরে দেখা গেছে ভিন্ন ভিন্ন চিত্র। কোন কোন বাজারে প্রচুর ক্রেতার উপস্থিতি, বেচা কেনাও ভালো। আবার কোন কোন বাজার ঘুরে দেখা গেছে একদমই ক্রেতা সমাগম শূন্য বাজার।
আজ সোমবার বেশিরভাগ বাজারেই দেখা গেল প্রচণ্ড ভিড়। বিশেষ করে টাউন হল মার্কেট, নিউ মার্কেট, নয়ানী বাজার, খরমপুর, তেরা বাজারের মার্কেটসহ বেশিরভাগ জনপ্রিয় মার্কেটগুলোতেই ক্রেতাদের ভিড় দেখা গেল চোখ পড়ার মতোই। ভিড় থাকলেও বেচা বিক্রি কম বলে জানালেন অধিকাংশ ক্রেতা। গোয়লপট্টী মার্কেট ঘুরে দেখা গেল মেয়েদের থ্রি পিসের প্রচুর চাহিদা এ বছর।
পরিমল বস্ত্রালয়ের স্বত্বাধিকারী শেরপুর টাইমসকে বলেন, “অন্যান্য বছরের চেয়ে এই বছর বেচা বিক্রি অনেক কম। বেশিরভাগ নিয়মিত ক্রেতার দেখাই পাওয়া যায়নি।”
শিক্ষার্থী তানিয়া এসেছেন পরিবারের সাথে করে ঈদের কেনাকাটা করতে। তিনি জানালেন, “এখান থেকে পোশাক কিনতে ভালো লাগে। অনেক পোশাক দেখে নিজের জন্য সেরাটা বেছে নিতে পারার আলাদা একটা আনন্দ আছে।”
অভিভাবক সুমােইয়া সেতু জানান, “এবারের ঈদে পোশাকের দাম গতবছরের থেকে খুব একটা বাড়েনি। এটা ভালো।”
শেরপুরে এবার একেকটি থ্রি পিস বিক্রি হচ্ছে ৪৫০ থেকে শুরু করে ৬০০০ টাকা পর্যন্ত। তবে বেশিরভাগ দোকানীই জানালেন দাম সাধ্যের মধ্যে থাকলেও গত বছরের চেয়ে এবার বিক্রি কিছুটা কমই। নিউমার্কেটেও দেখা গেল একই চিত্র। বিশেষ করে ছেলে এবং শিশুদের পোশাকের দোকানগুলোতে বেশ ভিড় লক্ষ্য করা গেল নিউমার্কেট এলাকায়।