শেরপুর জেলা পুলিশ হতে সম্প্রতি বদলির আদেশ প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়, শেরপুর-এর সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম’র সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশের এই কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যের বক্তব্যে বিদায়ী কর্মকর্তার কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও কর্মতৎপরতায় মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা আখ্যা দিয়ে শেরপুর জেলায় তাঁর বর্ণিল কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং বিদায়ী কর্মকর্তার জন্য পরবর্তী কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
পরবর্তীতে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম শেরপুর জেলায় তাঁর বর্ণাঢ্য কর্মকালীন সময়ের বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। বিদায়ী কর্মকর্তা তাঁর বক্তব্যে উপস্থিত সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পরে বিদায়ী কর্মকর্তাকে শেরপুর জেলা পুলিশের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন শেরপুর জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বিদায়ী কর্মকর্তাকে একজন সৎ, মেধাবী, চৌকস, দক্ষ ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ্য করে স্মৃতিচারণ করেন।
তিনি, তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং শেরপুর জেলা পুলিশ হতে শিক্ষণীয় বিষয়গুলো নতুন কর্মস্থলে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর মাধ্যমে বাংলাদেশ পুলিশ তথা দেশের অগ্রগতিতে তাঁর সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার ( নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম সহ পুলিশ লাইন্সের আরআই, ডিআইও-১, টিআই-১, সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।