আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সংসদ উপনেতা ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা পৃথিবীতে একটা জাতিকে তার পিতার মতো সামনে এগিয়ে নিয়ে এসেছেন। সারা পৃথিবী এখন শেখ হাসিনাকে এক নামে চেনে তিনি বঙ্গবন্ধুর কন্যা।
সংসদ উপনেতা আরো বলেন, আমাদের কাজ হলো মানুষের সেবা করা, শিক্ষার মান উন্নয়ন করা, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও নারী শিক্ষার প্রতি জোড় দেওয়া। নারী শিক্ষায় এই এলাকার মানুষ উন্নত জীবন লাভ করতে চলেছে। শুধু শিক্ষা নয়, কৃষি ও স্বাস্থ্যখাত আছে। এসব ক্ষেত্রে রাজনগরসহ সারা এলাকার মানুষ এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে।
মতিয়া চৌধুরী সোমবার (১ জানুয়ারী) বিকেলে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের নলজোড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি উপস্থিত নারী ভোটারদের উদ্যেশ্য করে বলেন, আপনারা সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। কেননা এগুলো অনেক সময় দুই নম্বরী হয়ে যায়। পরে তিনি উপস্থিত সকলের কাছে দুই হাত পেতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
পথসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরনী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, হাজী মোশারফ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম এবং পৌরসভার মেয়র আবুবকর সিদ্দিকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।