মাহান জাতীয় সংসদের উপনেতা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী বলেছেন শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকে তখন দেশ ধনধান্যে পুষ্পে ভরা থাকে। আর যখন ক্ষমতায় থাকেন না তখন দেশ বটমলেস বাসকেটে পরিনত হয়। তিনি বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের কদমতলী বাজারে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আজকে বাংলাদেশ যে পর্যায়ে এসেছে তার পথ এতো মসৃন ছিলনা। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এ পর্যায়ে এসছে। এখন দেশে হাত নারলে ভাতের অভাব হয় না। সারা পৃথিবী ও সারা দেশ যখন ঘুমিয়ে থাকে তখন শেখ হাসিনা জেগে থেকে দেশের মানুষের কল্যাণের কথা ভাবেন। দেশের মানুষ যাতে শান্তিতে থাকে সেই চিন্তা করেন। শেখ হাসিনা কাজের মাধ্যমে অমরত্ব চান। তাই বার বার দরকার শেখ হাসিনার সরকার। তিনি আরো বলেন, শেখ হাসিনা উদার রাজনীতি করেন বলেই বেগম খালেদা জিয়া তথাকথিত জেলহাজতে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছেন। তার ছেলে তারেক জিয়া একজন ফেরারী আসামী। তার সাথে বেগম জিয়া স্কাইপিতে কথা বলার সুযোগ পাচ্ছেন। জনগনের সুখের জন্য শেখ হাসিনাকে যে দায়িত্ব আপনার দিয়েছেন সেই দায়িত্বের পতাকা তিনি গুরুত্বের সাথে বহন করে চলেছেন।
অনুষ্ঠানে বেগম মতিয়া চৌধুরীর সাথে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, সহকারী কশিনার (ভূমি) ঈফফাত জাহান তুলি, সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল রায়হানা ইয়াসমিন, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতা গোপাল চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এদিন তিনি নকলা ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের ২য় শ্রেণির টপ টুয়েন্টি ও টপ টেন এএসসি পরীক্ষার্থীর মাঝে এক হাজার করে টাকা, ৮ম শ্রেণির টপ টেন শিক্ষার্থীর মাঝে থ্রীপিস, ৯ম শ্রেণির টপ চতুর্থ শিক্ষার্থীর মাঝে শাড়ি ছাড়াও প্রতি ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ২৫০টি করে শাড়ি, ১৫০টি করে ট্রাউজার ও ১৫০টি করে শার্ট বিতরণ করেন।