:ফাইল ছবি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন একটি মহলের পছন্দ হচ্ছে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। রোববার (২১ ফেব্রুয়ারী) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসন আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন পছন্দ হচ্ছে না একটি মহলের। উন্নয়নকে বাধাগ্রস্ত করতে তাই তারা বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।’
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম।এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো.রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানী,উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী।
পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তা ছাড়া উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।