আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে নালিতাবাড়ী উপজেলা অওয়ামী লীগের সভাপতি এএইচ এম মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, পৌর মেয়র আবুবকর সিদ্দিকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহনে একটি প্রতিবাদ মিছিল পৌর শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।