আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, শেখ হাসিনাকে কটু কথা বলার আগে কমপক্ষে দশবার ভেবে দেখবেন। সাদা আর কালোকে এক করে দেখবেন না। শেখ হাসিনা দুধের মতো পরিষ্কার রাজনীতি করে। আর অন্যেরা অন্ধকারের রাজনীতি করে, কালো রাজনীতি করে। মেকাপ দিলেও তাদের কালো দাগ ঢাকবেনা।
তিনি সোমবার (১১ অক্টোবর) সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের মুজিব জন্মশত মঞ্চে শিক্ষার্থী ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান বিতরনকালে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, শেখ হাসিনার হাতে যতদিন দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। তিনি দেশের জনগনের কথা ভাবেন। মহামারী করোনাকালীন সময়ে প্রত্যান্ত গ্রাম অঞ্চলে মোবাইল ফোনের মাধ্যমে প্রধানমন্ত্রীর তহবিল থেকে টাকা পাঠিয়েছেন যা কেউ ভাবতেও পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের বিনা বেতনে লেখাপড়া করা ও বিনামুল্যে বইয়ের ব্যবস্থা করেছেন। যার সুফল শিক্ষার্থীরা পাচ্ছে। জাতীয় নির্বাচন সম্পর্কে মতিয়া চৌধুরী বিএনপিকে বলেন, নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। এরজন্য প্রস্তুতি নেন। যা আকাম কুকাম করছেন তার জন্য ক্ষমা চেয়ে জনগণের কাছে ভোট চান।
অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার ও আওয়ামী লীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।