শেরপুরে শেখ রাসেলের ৫৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে শিশুদের রচনা প্রতিযোগীতা ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৮ অক্টোবর বুধবার সকালে জেলা প্রশাসন ও শিশু একাডেমীর যৌথ আয়োজনে জেলা শিশু একাডেমী মিলনায়তনে এ প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। এসময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, জেলা সরকারী গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান সাজ্জাতুল করিম, নারী নেত্রী আঞ্জুমানারা লিপি প্রমূখ বক্তব্য রাখেন।
প্রতিযোগীতায় পৃথক ৩টি গ্রুপে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ নেয়।
শেরপুর টাইমস/ বা.স