‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস’ এই স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে শেখ রাসেলের ৫৮তম জন্ম দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে ১০০টি তাল বীজ রোপন করা হয়।
সোমবার (১৮ অক্টোবর) সকালে এই তাল বীজ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন।
জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট মানবতার ঘৃন্য শত্রু খুনি ঘাতক চক্রের নির্মম বুলেটের আঘাতে নিহত হন। তার জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ও প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বজ্রপাতের হাত থেকে জাতিকে রক্ষার্থে সারাদেশব্যাপী প্রতিটি উপজেলায় ১০০টি করে তালের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় নালিতাবাড়ী উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ১০০টি তালের চারা রোপণ করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।