শারদীয় উৎসবকে সামনে রেখে বলিউডে মুক্তি পেয়েছে বিকাশ বাহি পরিচালিত ‘গণপথ’ নামে একটি সিনেমা। এ সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন কৃতি শ্যানন ও টাইগার শ্রফ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন।
দুশো কোটি রুপি ব্যয়ে নির্মিত এ অ্যাকশন সিনেমার মারকুটে চরিত্র জেসির ভূমিকায় অভিনয় করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছিল কৃতি শ্যাননকে। আর সিনেমাটি মুক্তির আগে সাংবাদিকদের সেসব সংগ্রামের কথাই শেয়ার করেছেন এই অভিনেত্রী।
তিনি বলেন, একটি অ্যাকশন দৃশ্য করতে গিয়ে নিজের নানচাকুতে মারাত্মক আহত হয়েছিলাম। মাথা ও কনুইতে বেশ জখম হয়েছিল। সে ব্যথা সারতে অনেকদিন সময় লেগেছিল। আসলে আমার কাছে প্রথম অবস্থায় নানচাকুর ব্যবহারকে খুব সাধারণ বিষয় মনে হয়েছিল। কিন্তু পরে বুঝতে পারি ব্যাপারটা অত সহজ না।
কৃতি বলেন, আমি জানি আমার কষ্ট বৃথা যাবে না। দর্শকদের ব্যাপক আনন্দ দেবে গণপথ সিনেমাটি। আর তখনই আমার সব কষ্ট দূর হয়ে যাবে।