হিমালয়ের পাদদেশে অবস্থিত শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ি এলাকায় পৌঁষ মাসের শুরু থেকেই ঝেঁকে বসেছে শীত। শৈত প্রবাহের শীতের তীব্রতায় পির্যস্ত হয়ে পড়ছে জনজীবন। যেন শীতে কাঁপছে গারো পাহাড়। কনকনে শীতে কষ্ট বেড়েছে গরীব ও নিম্ন আয়ের মানুষের। হুমকীতে পড়েছে আসন্ন বোরো আবাদের বীজতলা। দিন যাচ্ছে আর শীতের তীব্রতা বাড়ছে। তাই কাঠ ও খরকুটা জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন দরিদ্র অসহায় শীতার্তরা।
স্থানীয়রা জানান, নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া, নয়াবিল ও পোড়াগাঁও ইউনিয়নের পাহাড়ি এলাকায় তীব্র শীত পড়েছে। এসব এলাকায় চলছে শৈত প্রবাহ। সন্ধ্যা থেকে সারারাত পর্যন্ত ঘনকুয়াশায় আচ্ছন্ন থাকে আকাশ। বেলা ১২ টার আগে সুর্যের দেখা মিলছে না। রাতে ৮ থেকে ১০ ডিগ্রি আর দিনের বেলায় ১২ থেকে ২২ ডিগ্র সেলসিয়াস তাপমাত্রা থাকছে। শীতের কারনে বোরো আবাদের বীজতলা হুমকীতে পড়েছে। তীব্র শীতে কষ্ট পোহাচ্ছে শিশু, বৃদ্ধ ও নিম্ন আয়ের মানুষ। মানুষের পাশাপাশি ঠান্ডায় কাবু হচ্ছে গবাদিপশু। অতিরিক্ত কনকনে ঠান্ডার কারনে সময় মতো কাজে যেতে পারছে না দিনমজুর ও শ্রমিকরা। এতে তারা পরিবারের লোকজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। শীত মোকাবেলায় সরকারীভাবে শীতবস্ত্র বিতরণের দাবী জানান তারা।
বারমারী এলাকার বালু শ্রমিক হোসেন আলী বলেন, তীব্র শীতের কারনে কাজে যেতে পারছিনা। এতে আয় কমে গেছে। তাছাড়া আমাদের পর্যাপ্ত শীতবস্ত্রও নেই।
উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আদিবাসী নেতা মি. লুইস নেংমিনজা জানান, পাহাড়ি এলাকায় সবচেয়ে বেশি শীত পড়েছে। এই শীতে পাহাড়ি কর্মজীবি গারো আদিবাসীরা কাজে যেতে পারছে না। তারা সরকারী শীতবস্ত্র ও সহযোগিতা পাপ্তীর দাবি জানান।
নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবির বলেন, আগামী এক সপ্তাহ যদি এভাবে শীত পড়তে থাকে তাহলে বোরো বীজতলা কোল্ড ইনজুরিতে পড়তে পারে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, সেই অনুযায়ী এলাকার কৃষকদের পরামর্শ দিচ্ছি।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, শীত মৌসুমে নালিতাবাড়ীতে বেশ শীত পড়েছে। তীব্র শীত মোকাবেলায় আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে সরকারী বরাদ্দের প্রায় সাড়ে তিনশ কম্বল বিতরণ করেছি। এছাড়া উর্ধতন কর্তৃপক্ষের কাছে আরো কম্বল চাওয়া হয়েছে। আমরা আশা করছি পর্যাপ্ত শীতবস্ত্র নিয়ে দরিদ্র অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়াতে পাড়বো।