সারাদেশের ন্যায় শীতের দাপটে কাবু হয়ে পড়েছে শেরপুরের মানুষ। সারাদিন সূর্যের দেখা না মেলায় কর্মজীবী মানুষের ভোগান্তি বেড়েছে বেশী। অতি প্রয়োজন না হলে সহজেই কেউ সকাল সকাল বাড়ির বাইরে বের হচ্ছেনা।
শহরের দোকানপাটগুলো খুলছে দেরি করে। শীতের তীব্রতা কমাতে শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে উষ্ণতা নিতে দেখা গেছে শীতে কাবু মানুষগুলোকে। কেউ কেউ আবার শহরের বিভিন্ন চায়ের দোকানগুলোতে ভীড় করছে চা পানের পাশাপাশি চুলোর আগুনে উষ্ণতা নিতে।
এছাড়া হত দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেনীর মানুষদের ভীড় করতে দেখা গেছে শহরের বিভিন্ন পুরাতন কাপড়ের দোকানগুলোতে। শহরের বিভিন্ন শিশু শ্রেনীর শিক্ষা প্রতিষ্ঠানে মনিং শিফট শিক্ষার্থী ও অভিভাবকদের শীতে জবুথুবু হয়ে তাদের সন্তানদের নিয়ে ক্লাস আসতে দেখা গেছে।
এদিকে রোববারের চেয়ে সোমবার জেলার তাপমাত্রা ১ ডিগ্রি নেমে ৯ থেকে ৮ ডিগ্রিতে এসেছে বলে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানাগেছে।