শেরপুরে সদর উপজেলার হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ওই কম্বল বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
কম্বল বিতরণকালে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খবিরুজ্জামান খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিমুল হক নাজিম, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, কামারেরচর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, গাজীরখামার ইউপি চেয়ারম্যান আওলাদুল ইসলাম, লছমনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাইসহ অন্যান্য সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
এদিন প্রায় শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পরে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতি ওয়ার্ডের জন্য ২৭০টি করে কম্বল বিতরণের জন্য প্রায় ৩৫ হাজার কম্বল বিভিন্ন ইউনিয়ন ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে তুলে দেন হুইপ আতিউর রহমান আতিক এমপি।
পরবর্তীতে ওইসব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নেতৃবৃন্দ শীতার্ত মানুষের মাঝে পর্যায়ক্রমে কম্বল বিতরণ করবেন।