শেরপুরে মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণ জয়ন্তি উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) বিকেলে শহেরর নতুন বাস টার্মিনালে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন স্থানীয় সেচ্ছাসেবক লীগ নেতা ও ব্যবসায়ী আলহাজ্ব খোরশেদ আলম ইয়াকুব।
এসময় প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল মতিন। এছাড়া অন্যান্য অতিথি’র মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সহ সভাপাতি আসাদুজ্জামান মুরাদ, সিনিয়র সাংবাদিক রফিক মজিদ, সেচ্ছাসেবক লীগ নেতা জাহেদুর রহমান চঞ্চল, আল হেলালুর রহমান মামুন, আরমান আলী, আজাদুল হক, শফিকুল ইসলাম, আশিকুর রহমান রুমশো প্রমূখ।
সেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলী ইয়াকুব জানায়, উদ্বোধনী দিনে তিনি শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করলেও শীতের বাকী দিনগুলোতেও পর্যায়ক্রমে কম্বলসহ সুয়েটার ও গায়ের চাদর বিতরণ অব্যাহত থাকবে।