দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নৃ ফাউন্ডেশন।
সংগঠনের সদস্যরা ২৭ নভেম্বর শনিবার শেরপুরের শ্রীবরদী উপজেলার খারামোড়া গ্রামে অর্ধশতাধিক শীতার্তদের মধ্যে এই শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দেন।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ ও দায়িত্বপ্রাপ্ত সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বলেন, “নৃ উষ্ণ ভালবাসা” কর্মসূচীর মাধ্যমে “নৃ ফাউন্ডেশন” জেলায় ৫শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র উপহার দিবেন।
যেকোনো প্রয়োজনে সহযোগিতা ও ভালোবাসা নিয়ে সব সময় ছিন্নমূলদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দরা৷