শেরপুরের শ্রীবরদীতে ৬ মাসের শিশুকে বিষ খাওয়াইয়ে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী রিয়াকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।
২৪ জানুয়ারি সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আখতারুজ্জামান আসামির রিয়ার উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানাযায়, ২০১৮ সালের ৩০ এপ্রিল উপজেলার গোশাইপুর ইউনিয়নের বালিয়াচন্ডি গ্রামের আব্দুর রহমানের মেয়ে রিয়া, তার মামাতো বোনের ছয় মাস বয়সী শিশু সরোয়ার কুলে নিয়ে পুকুর পাড়ে গিয়ে মুখে বিষ ঢেলে দেয়।
পরে চিকিৎসার জন্য শিশুটির মা সুমি বেগম শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ফাঁকে রিয়া ও তার সহযোগী মাহমুদুল হক সবুজ সুমি বেগমের ঘর থেকে সাড়ে ষোল ভরি স্বর্ণালংকার ও নগদ ১৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
এদিকে শিশুর অবস্থা অবনতি হলে শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় ২০১৮ সালের ৭ মে সুমি বেগম বাদী হয়ে রিয়াসহ ৫ জনকে আসামি করে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন।
বিষ খাইয়ে হত্যা চেষ্টার দায়ে ৩ বছর এবং স্বর্ণালংকার চুরির দায়ে ৮ লক্ষ্য ৬২হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আসামি রিয়াকে কারাদণ্ড দেওয়া হয়। এবং সহযোগী আসামী মাজেদা বেগম, মাহমুদুল হাসান সবুজ, আলী আকবর, রিক্তা বেগমের মামলা বিচারাধীন রয়েছে।