যশোরের শার্শায় শিশু সন্তানকে ফেলে প্রেমিকের হাত ধরে পালিয়েছেন স্ত্রী। সঙ্গে নিয়ে গেছেন টাকা ও স্বর্ণালংকার। স্ত্রী রোজিনা খাতুনের বিরুদ্ধে এমন অভিযোগ এনে আদালতে মামলা করেছেন স্বামী নজরুল ইসলাম।
বুধবার (২২ মার্চ) বিকেলে উপজেলার পাড়িয়ার ঘোপ গ্রামের গোলাম মোস্তফার ছেলে নজরুল ইসলাম এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন, নজরুলের স্ত্রী একই গ্রামের মৃত বাবু ইসলামের মেয়ে রোজিনা খাতুন, একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইসরাফিল ও রোজিনার বড় বোন অভয়বাস গ্রামের আব্দুস সামাদের স্ত্রী মর্জিনা খাতুন।
যশোর আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগ আমলে নিয়ে শার্শার নিজামপুর ইউপি চেয়ারম্যানকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, নজরুল ইসলাম ৪ বছর দুবাইয়ে ছিলেন। তাদের সংসারে ১০ বছরের একটি মেয়ে রয়েছে। বিদেশে থাকাকালীন তার স্ত্রী রোজিনা ইসরাফিলের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। গত ৪ বছরে নজরুল দুবাই থেকে স্ত্রীকে ১৯ লাখ ৮০ হাজার টাকা পাঠান, যা দিয়ে স্ত্রী জমি কেনেন এবং ওই জমি নিজের নামে লিখে নেন।
আড়াই মাস আগে নজরুল দেশে ফিরে আসলে তার স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পারেন। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। গত ৪ মার্চ রোজিনা তার বোন মর্জিনাকে বাড়িতে ডেকে আনেন। এরপর মিষ্টি আনতে বাজারে পাঠান নজরুলকে। এ সুযোগে স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ টাকাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান।
এ ব্যাপারে শার্শার নিজামপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল জানান, আমি এখনো আদালতের কোনো চিঠি পাইনি। চিঠি পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।
#ডেইলি-বাংলাদেশ