শেরপুরের ঝিনাইগাতীতে মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুত শিশুর বাড়তি খাদ্য ও তা ব্যবহারের সরঞ্জামাদি আইন ২০১৩ ও বিধিমালা ২০১৭ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে পরিবার পরিকল্পনা সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবু হাসান শাহীন সভাপতিত্ব করেন। বাংলাদেশ ব্রেস্ট ফাউন্ডেশনের আয়োজনে সভায় বক্তব্য রাখেন ওসি তদন্ত মো. আব্দুল কাদের, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম মুক্কু, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রহিম, ডা: মায়া হোড় প্রমুখ।
সভায় বক্তারা মাতৃদুগ্ধের উপকারিতা এবং বাণিজ্যিকভাবে প্রস্তুত শিশুর বাড়তি খাদ্যের অপকারিতা বিষয়ে আলোচনা করেন। এতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিসহ অর্ধ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।