শিক্ষা-২০৩০ এর লক্ষ্য অর্জনের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। আজ দুপুরে দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. মল্লিক আনোয়ার হোসেন এবং মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হক। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক।
মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় সরকারের নেয়া শিক্ষা-২০৩০ এর লক্ষ্য অর্জনের জন্য করনীয় বিষয়ে নানা প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এসময় জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন এনজিও কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, অভিভাবকবৃন্দ ও জনপ্রতিনিধিরা অংশ নেয়।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।