আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, শিক্ষার মানোন্নয়ন প্রয়োজন। শিক্ষার মানোন্নয়ন না হলে আমরা আগামী দিনে পৃথিবীতে টিকতে পারব না। কাজেই শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, গাধাকে পিটিয়ে কখনো ঘোড়া বানানো যায় না। গাধা গাধাই থাকে আর ঘোড়া ঘোড়াই থাকে।
শনিবার (১৮ মে) বেলা এগারোটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মেধাবী মেয়ে শিক্ষার্থী ও হতদরিদ্র নারীদের মাঝে নিজ তহবিল থেকে ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন। এসময় তিনি বলেন, আপনারা আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, যেন তিনি আরও সুন্দরভাবে দেশটাকে সাজাতে পারেন।
ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আছমত আরা আছমা, ফারুক আহমেদ বকুল, উপজেলা কৃষক লীগের আহবায়ক খন্দকার শফিকুল ইসলাম, যুগ্ম-আহবায়ক আজাদ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিন তিনি রূপনারায়নকুড়া, মরিচপুরান ও নালিতাবাড়ী ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে থ্রিপিচ ও শাড়ি বিতরণ করেন।