শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রপাপ্ত সচিব সাজ্জাদুল হাসান। তিনি বলেন, পৃথিবীর সব জায়গায় কারিগরি শিক্ষার গুরুত্ব অনেক বেড়েছে। বর্তমান বিশে^র উন্নত দেশগুলোতে ৬৬ শতাংশ কারিগরি শিক্ষা দেয়া হয়। আজ সকালে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে বিশেষ উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেরপুর জেলা প্রশাসক ড.মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধর, জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম আধার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ।
এসময় শেরপুরে বাস্তবায়িত বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য, শেরপুরের পর্যটন কেন্দ্র ও এসডিজি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে শেরপুর জেলার ব্র্যান্ড বুক “পর্যটনে শেরপুর” এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি।
ওইসময় সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।