মুজিববর্ষেই শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ঘোষণাসহ ৬ দফা দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। মঙ্গলবার (০৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও আলোচনা সভা থেকে এ দাবি জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর কেন্দ্রীয় সভাপতি এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামে মুখপাত্র মোঃ নজরুল ইসলাম রনি।
বাশিসের ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ আতিকুর রহমান তালুকদারের তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাশিসের প্রধান উপদেষ্টা সাঈদুল হোসেন সাহেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাশিস এর উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ফজর আলী।
শিক্ষকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, ২৫% ঈদ বোনাস দীর্ঘ ১৭ বছরেও পরিবর্তন হয়নি। ২৫% এর পরিবর্তে শতভাগ ঈদবোনাস প্রদান করতে হবে। ১০০০ টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা দিয়ে করোনাকালীন এ দুঃসময়ে শিক্ষকদের জীবন আর চলছে না।অনার্স-মাস্টার্স শিক্ষকদের অবিলম্বে এমপিওভুক্তিসহ জাতীয়করণ এবং শিক্ষকদের বদলি প্রথা চালু করতে হবে।
প্রতিষ্ঠান প্রধানদেরকে ৭ম গ্রেডের পরিবর্তে ৬ষ্ঠ গ্রেডে বেতন প্রদান করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের চাকুরি অবিলম্বে জাতীয়করণ করতে হবে।
Advertisements
মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন,শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব আয় ফেরত নিয়ে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা হলে সরকারের রাজস্বের তেমন কোন ঘাটতি হবে না বলে জানান শিক্ষক নেতৃবৃন্দ। শিক্ষার গুণগত মান উন্নয়নসহ বিশ্বমানের শিক্ষা বাস্তবায়ন করতে হলে অবিলম্বে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ঘোষণার জোর দাবি জানান শিক্ষক নেতৃবৃন্দ।
এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতা কামনা করেন শিক্ষকরা। মানববন্ধনের শেষে শিক্ষকরা ব্যানার, ফেস্টুন হাতে র্যালি বের করেন। এটি হাইকোর্ট মোড় ঘুরে পল্টন দিয়ে জাতীয় প্রেসক্লাবের গেটে এসে শেষ হয়।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) অতিরিক্ত মহাসচিব জনাব ওমর ফারুক, সিনিয়ন যুগ্ম-মহাসচিব মোঃ মুনসুর ইকবাল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান ও মোস্তফা কামাল খান, যুগ্ম-মহাসচিব মোঃ নাসির উদ্দিন, সহকারী মহাসচিব ঝর্না বিশ্বাস এবং মোঃ মিজানুর রহমান, প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মোঃ আব্দুল আলীম, কেন্দ্রীয় সহ-সভাপতি নূর মোহাম্মদ হানিফ, প্রেসিডিয়াম সদস্য মোঃ লুৎফর রহমান, অর্থ-সম্পাদক মোঃ সামসুল হক তরফদার, গাজীপুর জেলার সভাপতি মোঃ নূরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা রেহেনা আক্তার, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, কুমিল্লা জেলার সভাপতি প্রশান্ত কুমার সরকার এবং সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, নারায়নগঞ্জ জেলা বাশিসের সভাপতি মোঃ তোফায়েল আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান সরকারসহ প্রমুখ