দেশের যেসব মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই সেসব স্কুলে শহীদ মিনার নির্মাণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শহীদ মিনার নির্মাণের পর তার ছবিসহ তথ্য আঞ্চলিক উপপরিচালকদের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে প্রধান শিক্ষকদের বলা হয়েছে।
আদেশে বলা হয়, যেসব মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই, সেসব মাধ্যমিক বিদ্যালয়ে অবিলম্বে স্ব স্ব ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণ করে ছবিসহ তথ্য সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালকের মাধ্যমে এ দপ্তরে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আদেশটি সব মাধ্যমিক স্কুলে প্রধান শিক্ষকদের পাঠিয়েছে অধিদপ্তর।