একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এবং লেখক, সাংবাদিক ও কলামিস্ট শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কিছু সংবাদমাধ্যমে আসা ভুল তথ্যের কারণে বিড়ম্বনায় পড়েছেন মডেল-অভিনেত্রী সাফা কবির।
সোশাল মিডিয়ায় ট্যাগে ট্যাগে নাজেহাল সাফাকে ব্যাখ্যা দিতে হয়েছে যে, তিনি ‘সুস্থ আছেন’।
বৃহস্পতিবার রাতে ঢাকার মহাখালীতে শাহরিয়ার কবিরের বাসা থেকে উদ্ধার করা হয় তার মেয়ে অর্পিতা কবির মুমুর মরদেহ। বেশ কয়েকটি অনলাইন পোর্টালে ওই খবর প্রচার করা হয় সাফা কবিরের নাম দিয়ে। পরে ভুল বুঝতে পেরে তারা সংশোধনও করে নেয়। কিন্তু ততক্ষণে ফেসবুকে ওই তথ্য ভাইরাল হয়ে যায়।
এ প্রসঙ্গে শুক্রবার বেলা ৩টা নাগাদ সাফা কবির বলেন, ‘একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।’
তিনি জীবিত ও সুস্থ আছেন জানিয়ে ভক্তদের উদ্দেশে বলেন, ‘আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।’
সাফা কবির এই সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তার বাবার নাম হুমায়ুন কবির সবুজ। ২০১৩ সালে ‘অলটাইম দৌড়ের ওপর’ টেলিফিল্মে অংশ নেয়ার মধ্য দিয়ে সাফা কবিরের টিভিতে অভিনয় শুরু। এরপর আরও অনেক নাটক ও বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন।