শারদীয় দূর্গোৎসব উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সনাতন ধর্মালম্বীদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেছেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
২২ অক্টোবর রবিবার দুপুরে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে ওই বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজির সহধর্মিনী মধুছন্দা ভট্টাচার্য, শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, জামালপুরের পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক যোগেন চন্দ্র রায় প্রমুখ৷
পরে সনাতন ধর্মালম্বীর ৩০০ নারীর মাঝে কাপড়, ২০০ মানুষের মঝে কম্বল, ১৫০ জনকে ৫০০ করে টাকা ও ২০০ টি ধর্মীয় বই বিতরণ করা হয়।