চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেরপুরের শ্রীবরদী উপজেলার ৯টি ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে কয়েকটি কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ৯টি ইউপির মোট ভোটার ১লক্ষ ৭৪হাজার ৫৫৯জন।
এবার নির্বাচনে শ্রীবরদীর ৫৯ জন চেয়ারম্যান প্রার্থী, ৩২৯ জন সাধারণ সদস্য প্রার্থী ও ১৩৫ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
জেলা নির্বাচন অফিসার শানিয়াজ্জামান তালুকদার বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠ ও ভোটাররা যেনো নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা কাজ করেছেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক্সিউটিভ ম্যাজিস্ট্রেটরা মাঠে ছিলেন।