শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ নভেম্বর সন্ধ্যা ৫.১৫ মিনিটে শেরপুর শহরের নিউমার্কেটে বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষের সামনে মোমবাতি প্রজ্বল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । প্রতিবছরের ন্যায় এবারো সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ এই কর্মসূচির আয়োজন করে। মোমবাতির সাহায্যে বিশালাকার বৃত্তের মাঝে ১৪ লিখে ১৯৭১ এর ১৪ ই ডিসেম্বর শহীদের স্মরণ করা হয়।
সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষের সভাপতি সুশীল মালাকারের সভাপতিত্বে ও শিক্ষক আবু হান্নানের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সভাকক্ষের সাধারণ সম্পাদক হাকিম বাবুল, অধ্যাপক ড. সুধাময় দাস, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, উদীচী সভাপতি তপন সরোয়ার, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক এডভোকেট আব্দুল রহিম বাদল, বিতার্কিক ইমতিয়াজ চৌধুরী শৈবাল, নারী নেত্রী আইরিন পারভীন, আঞ্জুমান আরা যুথী প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার ঠিক পূর্ব মূহুর্তে এদেশী রাজাকার, আল শামস, আলবদর বাহিনী সহায়তায় পাকিস্তান হানাদার বাহিনীর সুপরিকল্পিত হত্যাকাণ্ডের বিভৎসতা তুলে ধরেন। একই সাথে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের অবদান তুলে ধরে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। সেই সাথে তরুণ প্রজন্মের সামনে এই ইতিহাস তুলে ধরতে উপস্থিত সকলকে অনুরোধ করেন।