শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বরকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করার দাবি জানিয়েছে মুক্তিজোট।
বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন এই দাবি জানায় সংগঠনটি।
মুক্তিজোট সংগঠন প্রধান আবু লায়েস মুন্না বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতোমধ্যে ৪৬ বছর পার হয়ে গেছে। তবুও উত্তর প্রজন্ম জানে না ১৪ ডিসেম্বর কী, কেন, কিভাবে, কখন কোথায় কি ঘটেছিল?
তিনি আরো বলেন, এমনকি কোন রাজনৈতিক দলকেও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করার দাবিতে সোচ্চার হতে দেখা যায়নি।
সংবাদ সম্মেলন জাতীয় স্টিয়ারিং কমিটি প্রধান সিরাজুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পরিচালনা বোর্ড প্রধান শাহজামাল আমিরুল, কন্ট্রোল বোর্ড প্রধান বদরুজ্জামান রিপন, এডিটোরিয়াল বোর্ড প্রধান এ্যাডভোকেট ক্রিস্টিও মারি ও দ্যা শিল্পী দাস, কাঠামোগত সার্বক্ষনিক মোহাম্মদ নাজমুল হাসান ও জাতীয় স্টিয়ারি কমিটির কার্যনির্বাহী সভ্য সায়মা নাজনীন সহ অনেকে।