বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে সারা দেশে একযোগে ৩০ লাখ গাছের চারারোপণের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়।
ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)মো. আব্দুল হামিদ প্রমুখ।
(শে/টা/বা/শা)