শেরপুর পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল সোমবার দুপুরে মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনের আয়োজন করেন মহিলা শ্রমিকলীগের আহ্বায়ক ও আওয়ামীলীগ মনোনীত রাজনৈতিক ফেলো ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সাবিহা জামান শাপলা এবং শ্রীবরদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও বিএনপি মনোনীত রাজনৈতিক ফেলো ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল মো. জুবাইদুল ইসলাম রাজন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুবাইদুল ইসলাম রাজন এসময় তিনি বলেন, শেরপুর জেলা একটি ঐতিহ্যবাহী পৌরসভা হিসেবে পরিচিত। শেরপুর সরকারি কলেজ, পিটিআই ইন্সটিটিউট, প্রাণী সম্পদ অফিস, মহিলা কলেজ, মাইসাহেবা জামে মসজিদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া একাডেমিসহ শহরের গুরুত্বপূর্ণ মোড়ে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। প্রায় লক্ষাধিক জনগন অত্র অঞ্চলে বসবাস করে। এদিকে খোয়ারপাড় থেকে থানারমোড়, নিউমার্কেট থেকে বাস টার্মিনাল, খরমপুর থেকে এতিমখানা এবং কলেজ মোড় থেকে হাসপাতাল রোড পর্যন্ত যাতায়াতের প্রধান রাস্তা হওয়ায় বিপুল সংখ্যক যানবাহনও চলাচল করে। এসব ব্যস্তময় রাস্তায় আমরা অনেক সময় দেখতে পাই বিভিন্ন সময়ে মাদকসেবীদের অসামাজিক কর্মকান্ড, চুড়ি, ছিনতাই সহিংসতাসহ নানা অপকর্ম সংগঠিত হয়ে থাকে।এতে করে শেরপুর পৌরসভার স্কুলগামী শিক্ষার্থীসহ লোকজন পথ চলায় নিরাপত্তাহীনতায় ভোগে।
তিনি আরো বলেন, অপরাধীদের দ্বারা আক্রান্ত হওয়া থেকে পরিত্রাণ পেতে সিসি ক্যামেরা স্থাপনের জোরালো দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ পলাশ,জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদিকা নাসরিন বেগম ফাতেমা, জেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, নারী নেত্রী আন্জুমান আরা লিপি, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইমরান হাসান রাব্বি প্রমুখ।