‘মিকি ভাইরাস’, ‘কিস কিসকো প্যার করু’-র মতো বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী এলি আব্রাহাম। এ ছাড়াও বিগ বসের ঘরেও দেখা গেছে তাকে।
তবে সেভাবে নিজেকে মেলাতে পারেননি তিনি। এবার সম্প্রতি বলিউডে কাজ করার সময় নিজের সঙ্গে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন এলি বলে জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়।
বলিউডের এই অভিনেত্রী এবার মুখ খুললেন নিজের কাস্টিং কাউচের অভিজ্ঞতা নিয়ে । এলি বলেন, বলিউডে লড়াই করে টিকে থাকা বেশ কঠিণ। এখানে লড়াই না করলে নিজের পায়ের তলার মাটি কখনও শক্ত করা যায় না। বলিউডে যখন তিনি প্রথম আসেন, সেই সময় একটি পার্টিতে এক পরিচালকের সঙ্গে পরিচয় হয়। তিনি এলিকে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব দেন। শুধু তাই নয়, একটি সিনেমার জন্য স্বাক্ষর করার পর তিনি জানতে পারেন, সেখান থেকে বের করে দেওয়া হয়েছে তাকে। কী কারণে ওই সিনেমা থেকে তাকে সরিয়ে দেওয়া হল?
প্রথমে সেই প্রশ্নের উত্তর পাননি তিনি। পরে জানতে পারেন, ওই সিনেমার জন্য যাকে বেছে নেওয়া হয়েছে নায়ক হিসেবে, সেই অভিনেতা তাকে পছন্দ করেন না। অভিনেতা অপচ্ছন্দ করেন বলেই ওই সিনেমা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান এলি।
পাশাপাশি তিনি এও জনান, বলিউডে কোনওদিন নিজের জায়গা শক্ত করতে পারবেন না, এমনও জানানো হয় তাকে। তার মতো বেটে এবং মোটা কারও অভিনেত্রী হওয়ার ইচ্ছে থাকা উচিত নয় বলেও এলিকে বিভিন্ন সময় কটাক্ষ করা হয় বলে জানান এই অভিনেত্রী।