শেরপুরের শ্রীবরদী উপজেলার নবনির্বাচিত ৮ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রæয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুরের স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক তোফায়েল আহমেদ, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা পারভীন, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল প্রমুখ।
নবনির্বাচিত শপথ নেওয়া চেয়ারম্যানগণ হলেন- শ্রীবরদী উপজেলার সদর ইউনিয়নে মো. ফরিদুজ্জামান, কাকিলাকুড়া ইউনিয়নে মো. হামিদউল্লাহ, গোশাইপুর ইউনিয়নে শাহজামাল ইসলাম আশিক, সিঙ্গাবরুনা ইউনিয়নে মো. ফখরুজ্জামান কালু, তাতিহাটি ইউনিয়নে এ্যাডভোকেট মো. আব্দুর রউফ মিয়া, ভেলুয়া ইউনিয়নে মো. আব্দুল করিম, গড়জরিপা ইউনিয়নে মো. আব্দুল জলিল, কুড়িকাহনিয়া ইউনিয়নে মো. ফিরোজ খান নুন।
শপথ বাক্য শেষে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
শপথ গ্রহণকৃত নব নির্বাচিত চেয়ারম্যানগণ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং জনসাধারণকে যথার্থ সেবার মাধ্যমে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।