শেরপুরের ঝিনাইগাতীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দুস্থ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েজ অফ ঝিনাইগাতী’। শনিবার (১৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও ফারুক আল মাসুদ।
প্রতিটি পরিবারকে প্রতি ব্যাগে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, লবণ, সেমাই, চিনি ও মুড়ি দেওয়া হয়। এসময় করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্কও বিতরণ করা হয়।
এতে আমেরিকার নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক ড. জাফর ইকবাল আর্থিক সহায়তা করেন।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভয়েস অফ ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুস সামাদ, বণিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, আয়োজক সংগঠনের প্রশাসনিক এডমিন মোশাররফ হোসাইন প্রমুখ।
ভয়েস অফ ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, ‘আমাদের এ সংগঠনটি বাল্যবিবাহ এবং সমাজের গরীব, অসহায়, দুস্থ পরিবার ও শিক্ষার্থীদের সহযোগিতা করে। প্রতি ঈদের আগে চেষ্টা করি দরিদ্র অসহায় মানুষদের মুখে হাসি ফুটাতে। করোনার বিপর্যস্ত সময়ে কর্মহীন ও দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য।’
ইউএনও ফারুক আল মাসুদ বলেন, ‘করোনার এই সংকটময় মহুর্তে ভয়েস অব ঝিনাইগাতী’র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আরও সুদূরপ্রসারী হোক। তিনি সরকারের পাশাাপশি সমাজের বিত্তবান মানুষদের মানবিক সহায়তা বিতরণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।’