জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের কাছে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরের লাউচাপড়া বিনোদন কেন্দ্রে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় শাহীন মিয়া নামে একজনকে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বকশীগঞ্জ থানার (এএসআই) কামরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
উল্লেখ্য, ১২ জানুয়ারি অধিকারের অনলাইন ভার্সনে ও ১৩ জানুয়ারি প্রিন্ট ভার্সনে বকশীগঞ্জে বিনোদন কেন্দ্রে অতিরিক্ত টোল আদায়ে শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশ হয়। এরই জেরে ওই দিন দুপুরে ভ্রাম্যমাণ আদালত ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।